ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে লক্ষ্য মাত্রার চেয়ে দেড়গুনের বেশী টিকা প্রদান

  আমতলীতে লক্ষ্য মাত্রার চেয়ে দেড়গুনের বেশী টিকা প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গণটিকা প্রদানে ব্যাপক সারা পাওয়া গেছে। মহামারি করোনার প্রার্দুভাব বন্ধে দু’উপজেলায় ১০ হাজার ৫০০ জন নারী- পুরুষকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়।

কিন্তু আজ (শনিবার) দু’উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৩৫টি টিকাদান কেন্দ্রে থেকে একযোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৭ হাজার ৮৩৬ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ে দেড়গুনেরও বেশী।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ মুঠোফোনে বলেন, আজকে আমরা দু’উপজেলার ৩৫টি টিকাদান কেন্দ্রে থেকে ১০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করি। কিন্তু মানুষের এতটাই সারা ছিলো যে, আমরা সন্ধ্যা পর্যন্ত ১৭ হাজার ৮৩৬ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করেছি। যা লক্ষ্যমাত্রার চেয়ে দেড়গুনেরও বেশী।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন