দৌলতখানে ইলিশ সম্পদ রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা


ইলিশের জন্য অভয়াশ্রম গড়ি', মৎস্য সম্পদ রক্ষা করি' এ প্রতিপাদ্যে ইলিশ সম্পদ রক্ষায় ভোলার দৌলতখান উপজেলা টাস্কফোর্স কমিটির সভা আজ রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার ভুট্টু তালুকদার, হাজী ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন।
সভায় মৎস্য সম্পদ রক্ষা ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল ভোলা জেলার মদনপুর চর হতে চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধে সরকারি আইন বাস্তবায়নে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এমইউআর
