তজুমদ্দিনে মাওলানা কামাল মাহমুদকে সংবর্ধনা


ভোলা তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ,বাংলাদেশ স্বাধীনতা মাদ্রাসার শিক্ষক পরিষদের ভোলা জেলার সভাপতি এবং বরিশাল বিভাগের সদস্য সচিব, মাওলানা মোঃ কামাল মাহমুদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের গবেষণা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা সকল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী বৃন্দের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা শাখার জমিয়াতুল মোধার্রেছিন সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তাক আহমেদ, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের ভোলা জেলার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শামিন, অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এইচকেআর
