ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • মির্জাগঞ্জে ৩৭ দিনেও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হয়নি

    মির্জাগঞ্জে ৩৭ দিনেও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হয়নি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২১-২০২২ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের কর্মসূচি) প্রথম ধাপের কাজ ৩৭ দিনেও শুরু করতে পারেনি। দেশের বিভিন্ন উপজেলায় এ কর্মসূচির কাজ চলমান থাকলেও মির্জাগঞ্জে এটা কাজ করছে না। মির্জাগঞ্জে গত এক বছর ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা না থাকায় এমন জটিলতা হয়েছে বলে অভিজ্ঞমহল মনে করেন।

    গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারের এ কর্মসূচি আগামী ২ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও নানা জটিলতায় কাজ শুরু করা হয়নি বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। এতে সরকারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় শ্রমিকরাও কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ করে কর্মহীন মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে প্রতি বছর সরকার স্থানীয় শ্রমিকদের দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করিয়ে অর্থ দিয়ে থাকে।

    সরকারিভাবে এ প্রকল্পকে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) নাম দিলেও স্থানীয়ভাবে এটা ৪০ দিনের কর্মসূচি হিসেবে পরিচিত। ২০২১-২০২২ অর্থবছরে এবার মির্জাগঞ্জের ৬ ইউনিয়নে ১৮টি মাটির রাস্তা নির্মাণের জন্য ৭৪১ জন শ্রমিকের বিপরীতে ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অথচ কাজের আর ক’দিন বাকি থাকলেও এখন কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

     এ ব্যাপারে মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মো: মিজানুর রহমান লাভলু বলেন, এ কর্মসূচির কাজ করার জন্য পিআইও অফিস থেকে আমাদের অর্ডারই দেইনি এখনো। আমরা তালিকা অনেক আগেই দিয়েছি। কাজ হয় তো দুই এক দিনের মধ্যে শুরু হবে। এখানে পিআইও অফিসার ভারপ্রাপ্ত থাকায় কাজের কিছুটা বিঘœ ঘটে। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস বলেন, ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে শ্রমিকদের টাকা দেয়া হবে বিধায় তালিকা তৈরিতে একটু বিলম্ব হয়েছে। তালিকা পাঠানো হয়েছে এবং তা অনুমোদন হয়ে আসলেই কাজ শুরু করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ