পাথারঘাটায় অগ্নিকাণ্ডে ৪ দোকান ছাই

বরগুনার পাথরঘাটার পূর্ব মাথা মাছ বাজার ও কসাইখানা সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার কিছুক্ষন পরেই খবর পেয়ে পাথরঘাটার ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই চারটি দোকান সম্পূর্ন পুড়ে যায়, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষনিক নিরুপণ করা সম্ভব হয়নি। এর মধ্যে কালাম মিয়ার ২টি ও সেন্টুমিয়ার ২ দুটি দোকান ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী অনুপ কর্মকার, স্থানিয় গবেষক ও সাংবাদিক সফিকুল ইসলাম খোকন ,কৃষ্ণ সাহাসহ একাধিক ব্যক্তি জানান, রাত সোয়া তিনটার দিকে পাহারদারদের বাঁশি ঘনঘন বাজতে থাকে ও সকলে আগুন লেগেছে বলে ডাক চিৎকার দিলে পর পরই পূর্ব মাথার মসজিদের মাইকে ও কিছুক্ষন পরে জামে মসজিদের মাইকে আগুন লাগার প্রচার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে।
তাৎণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে বৈদ্যতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে এমনটাই জানা গেছে।
তারা আরও জানান, সময়মতো ফায়ার সার্ভিস না আসলে এবং এলাকাবাসী সহযোগিতা না করলে কয়েকশত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যেত।
ফায়ার ফাইটার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে বৈদ্যতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে, ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে এখনই নয়।
এমইউআর