ভোলায় ইলিশ রক্ষায় কোস্টগার্ডের প্রচারণা


ভোলার ইলিশা মৎস্য ঘাটে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলেদের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা লিফলেট বিতরণ সহ প্রচার প্রচারণা করেছে। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা মৎস্য ঘাট থেকে শুরু করে বিভিন্ন মৎস্য ঘাটে প্রচার প্রচারনা করা হয়।
এছাড়াও গতরাতে কোস্টগার্ড ও পুলিশ ভোলা সদরের ইলিশা ও দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ভোলা সদরে ৫ জেলে ও দৌলতখান থেকে ৭ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে ভোলা জেলায় এ পর্যন্ত ৩৩ জন জেলেকে আটক করা হয়।
এমইউআর
