আমতলীতে যান্ত্রিকযান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের নির্বাচন
1.jpg)
দীর্ঘ পাঁচ বছর পরে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রিহুইলার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে বরগুনা জেলা ও আমতলী সহ বিভিন্ন স্টেশন। প্রচার প্রচারণায় প্রাার্থীরা ব্যাস্ত সময় পাড় করছেন। নির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠিতা সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা, সহ সভাপতি মোঃ নিজাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ করিমুল হাসান ও কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
আগামী ৫ মার্চ আমতলীর আব্দুল্লাহ সুপার মার্কেটে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোঃ আলমগীর হোসেন প্যাদা (তালা) মার্কা, মোঃ কাওছার মৃদা (ছাতা) মার্কা, মোঃ মোস্তাফা কামাল (দেয়াল ঘড়ি) মার্কা। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, গাজী মোঃ লিটন (জগ) মার্কা এবং মোঃ মহিউদ্দিন মিলন গাজী (মোরগ) মার্কা।
লাইন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ মৃধা (ঘোড়া) মার্কা, মোঃ আল আমিন (কাপ-পিরিচ) মার্কা। প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ নজরুল ইসলাম (টেলিভিশন) মার্কা, মোঃ ছালাম মাতুব্বর (আম) মার্কা, মোঃ দেলোয়ার হোসেন (পাখী) মার্কা।
দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোঃ আবুল হোসেন গাজী (রিক্সা) মার্কা, আব্দুস সালাম (বই) মার্কা। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা - ৪৭১ জন।
এবিষয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা বলেন, এ নির্বাচন একটি প্রতিযোগিতা মূলক নির্বাচন, এই নির্বাচনে যারা সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হবেন তাড়াই আগামী তিন বছর সংগঠনের উন্নয়নে কাজ করবেন।
এমইউআর