চরফ্যাসনে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা


চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় এক মাদ্রাসার শিক্ষার্থীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। চরমানিকা ইউনিয়নের চর আইচা ৮নং ওয়ার্ডেরের খাস পুকুর পাড়ের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মা দক্ষিণ আইচা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাখাওয়াত হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ মার্চ) রাত ৮ টার সময় ঐ মাদ্রাসা শিক্ষার্থী তার বাসার পাশের ঘরের থেকে ডিম আনতে গেলে পাশ্ববর্তি এলাকার ওবায়দুলের ছেলে নুরইসলাম (৩৫), ছাদু মাঝির ছেলে জসিম (৩৫) ও মন্নান আখনের ছেলে রহমান (৩৬) মাদ্রাসা ছাত্রীর মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক বাগানে নিয়ে গণধর্ষণ চেষ্টা চালায়।
পরে মাদ্রাসা ছাত্রী আত্মরক্ষার্থে ডাক চিৎকার করলে তার মা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঐ দিন রাতেই ব্যাপারে রাতেই ৩ জনকে অভিযুক্ত করে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দায়ের করেন মাদ্রাসা ছাত্রীর মা। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাখাওয়াত হোসেন জানান, ৩ জনের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন যার মামলা নং ০২/২২ । আসামিদেরকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আনা হবে।
এইচকেআর
