ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমতলীতে প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী পৌরশহরের এম ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে  শুক্রবার  বর্ণাঢ্য আয়োজনে  হাজার হাজার দর্শকদের উপস্থিতে  আমতলী প্রিমিয়ার লীগ (এপিএল)-সিজন ৮ ফাইনাল খেলা সকাল ১১ টায়  উদ্বোধন  করা হয়েছে। আমতলী এম ইউ বালক  বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার উদ্ভোধক ছিলেন  আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশীদ। প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  মো. মজিবুর রহমান।


পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি মো. নাজমুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান,  আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউপি চেয়ারম্যান মো, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,  হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন,  আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড:এইচ এম মনিরুল ইসলাম মনি,  চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আহুরুজ্জামান খান আলমাস,বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি  মো. জুবায়ের আদনান অনিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রিয়াজ উদ্দিন মৃধা।

আমতলী প্রিময়ার লীগ খেলার সমন্বয়কারী সাংবাদিক ক্লাব আমতলীর সহসভাপতি মো. নিয়াজ মোর্শেদ ইমনের সঞ্চণালয়ে  ফাইনাল  খোলায় আরও উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি মো. কবির দেওয়ান  সহসভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু ,সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকন. উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান , উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান,  মো. সাইফুল ইসলাম বাদল প্যাদা,  আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম তিঠু প্রমূখ। টুর্নামেন্ট ৮টি দল খেলায় অংশগ্রহণ করছিল । 

ফাইনাল খেলায় ঈসাল এক্সপ্রেস, বান্দ্রা ইউনাইটেডের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার মো. আশরাফুল ঈসাল এক্সপ্রেসের হয়ে খেলতে আসেন। সকাল থেকে আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে  হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। আমতলী থানা পুলিশের  কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ফাইনাল খেলা।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন