চরমাদ্রাজ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী চরমাদ্রাজ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সকালে ওই মাদ্রাসার হালরুম ও মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হুমায়ুন কবির সরমানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান ও ইন্জিনিয়ার শহিদুল ইসলাম প্রমুখ । পুরো ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ রায়হান । ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খলিলুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইচকেআর
