তজুমদ্দিনে ১২ জেলে আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা


ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ শিকার করার সময় ১২ জেলে, ১৪ বেহুন্দি জাল, ২টি নৌকা ও ২০ কেজি ইলিশ মাছ আটক করা হয়। আটক জেলেরা হলেন, রাকিব (২০), সিয়াম (১৩), মোঃ নয়ন (২৫), বাচ্চু (১৯), রিয়াজ (২০), বাবলু (২৫), আইয়ুব (২৮), রুবলে হোসেন (২৫), মনির (১৬), রাইম (২১), সোহাগ (২০), ও জাহাঙ্গীর (৪০)।
আটক প্রত্যেকের বাড়ি পাশ্বতর্বী উপজেলা বোরহানউদ্দিনের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ৪জনের মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়, মাছ গরীব অসহায়দের মাঝে বিরতণ করেন, নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, তজুমদ্দিন থানার এসআই হানিফ ও তার ফোর্সের সহযোগীতায় শনিবার দিবাগর রারভর মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করি। এসময় ১২ জেলে, ১৪ বেহুন্দি জাল, ২টি নৌকা ও ২০ কেজি মাছ আটক করি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ জনের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জাল পুড়ে নষ্ট করা হয় নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে।
এইচকেআর
