ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

Motobad news

ভারত মহাসাগরে আছড়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ

ভারত মহাসাগরে আছড়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে এসে পড়েছে। রবিবার (৯ মে) চীনের বরাতে এখবর দিয়েছে স্কাই নিউজ। খবরে বলা হয়, যুক্তরাজ্য সময় রাত তিনটা চব্বিশে রকেটটি পৃথিবীর বায়ুমন্ডলে ঢোকে। প্রতিবেদনে প্রকাশ, বায়ুমন্ডলে ঢোকার সময়ই এর বেশিরভাগ উপাদান ধ্বংস হয়ে যায়। ঢোকার স্থানটি ছিল ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে। অবতরণের সময়টি মোটামুটি নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, এটি নামিয়ে আনার ব্যাপারে আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তবে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের নিয়ন্ত্রণহীন রকেট গুলি করে নামানোর কোন পরিকল্পনা নেই তাদের। তিনি আরো বলেন, আমরা আশা করছি যে এটি এমন জায়গায় ধসে পড়বে যেখানে কারও কোন ক্ষতি হবে না। আশা করি সমুদ্র বা এমন কোথাও পড়বে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন