ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

রাতে বরগুনা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাতে বরগুনা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড
বরগুনা শহরে আগুনে পুড়ছে বিভিন্ন স্থাপনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা শহরে ভয়াবহ অগ্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে চারটি ফার্মেসি, একটি আবাসিক হোটেল, ছয়টি লেপ তোষকের দোকান এবং তিনটি বসতবাড়িসহ প্রায় ১৫টি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধারনা করা হচ্ছে বসতঘর অথবা লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে সোমবার রাত সোয়া ১০টায় বরগুনা শহরের সদরঘাট মসজিদ সংলগ্ন বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন আহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর শুনে বরগুনা সদর ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে আসলে তাদের ইউনিটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গড়ি ভাঙচুরের চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিস সদস্যরা তাদের গাড়ি নিরাপদে সরিয়ে রাখেন।

পরে পটুয়াখালীর মির্জাগঞ্জ, বরগুনার বেতাগী এবং নদী পাড় হয়ে পাথরঘাটা ও আমতলী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতঘরসহ ১৫টি স্থাপনা ভস্মীভূত হয়।

তাছাড়া মুন এবং স্টার ফার্মেসিসহ মোট চারটি ফার্মেসি এবং খান হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। ফার্মেসির ওষুধের ক্যামিকেল আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

এদিকে, খবর পেয়ে রাতেই বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সদর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা ছুটে আসেন। তারা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।

এসময় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই উত্তেজিত হয়ে যান। তারা বরগুনা সদর ফায়ার সার্ভিস সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের গাফেলতির কারণেই আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মির্জাগঞ্জ উপজেলা ইউনিটের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুড়ি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে বলা সম্ভব নয় বলে জানান তিনি।


কে আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন