ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।
অপর দিকে জেলা মানবধীকারের পক্ষে স্থানীয় পায়রা চত্বরে র্যালী ও মানবন্ধব কর্মসুচী পালিত হয় এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
ঝিনাইদহ
এইচকেআর