ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

সুন্দরগঞ্জে ৭ মার্চ উদযাপন উপলক্ষে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে ৭ মার্চ উদযাপন উপলক্ষে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তালুক বেলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে মা সমাবেশের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানটি হয়।

এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু রায়হান তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, সহকারি শিক্ষক মোস্তাফিজার রহমান, দিলরুবা বেগম, শাহানা বেগম, আন্জুমানআরা বেগম, অভিভাবক নুর মওলা ও শফিকুল ইসলাম প্রমূখ।

ইউপি সদস্য আবু রায়হান বলেন, ‘মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তী শিক্ষার যত স্তর রয়েছে, তা জীবন-জীবিকানির্ভর শিক্ষা। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে।’ তিনি আরো বলেন, আপনারা মা-রাই জাতির অহংকার, কারণ আপনারাই পারেন আপনার সন্তানের ভালো ভবিষ্যৎ গড়তে।

প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার বলেন, শিক্ষিত মা এক সুরবীত ফুল, প্রতিটি ঘরে হবে এক একটি স্কুল, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। উক্ত বাণীর প্রেক্ষিতে তিনি বিভিন্ন উদাহরণ দেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন