ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সাথে সংসদ সদস্যর মতবিনিময়

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সাথে সংসদ সদস্যর  মতবিনিময়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নতুন ভবনে প্রথম সভা ও মতবিনিময়  মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত কমান্ডার) ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড:ধীরেন্দ্র দেবনাখ সম্ভু। 

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান,  আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান,  বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মিয়া,আমতলী উপজেলা

আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া,  আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো.মোতাহার উদ্দিন মৃধা,  কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,  হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আঠারগাছিয়া ইউপি চেয়াম্যোন মো. রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট আবুল কালাম শামস উদ্দিন সানুর সঞ্চনালয়ে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।  

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন