ফরিদপুরে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের ছোট ভাই গ্রেপ্তার


ফরিদপুরে আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে আজ রাত ২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের সভাপতিত্বে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, মো. ফারুক হোসেন, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
স্থানীয়দের দাবি, গত তের বছরের দুর্নীতির বরপুত্র বাবর কে গ্রেফতার করায় আমরা খুশি। কারন তার ইন্দনেই ফরিদপুর থেকে ত্যাগী আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধনের যাত্রা শুরু হয়েছিল। ফরিদপুরে হাইব্রীডে নেতার জনক নামে পরিচিত এই কুখ্যাত বাবর। ফরিদপুরের সকল সন্ত্রাস,নৈরাজ্য, জমি দখল,টেন্ডারবাজি,হামলা-মামলা থেকে শুরু করে এমন কোন অনৈতিক কাজ ছিল না, যা তাঁর নেতৃত্বে হয় নাই। এমনকি স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ধ্বংস করার নীল নকশা তার দ্বারাই সুসম্পন্ন হয়েছিল বলে অভিযোগ করেন।
উক্ত গ্রেফতারের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামীলীগ সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানানো হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সেইসঙ্গে বাবরসহ ৫ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দেন।
এইচকেআর
