আমতলীতে ব্যাকটেরিয়ার আক্রামণে দিশেহারা চাষিরা
.jpg)
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ধোনাইন্দার বিলে তরমুজ ক্ষেতে ব্যাকটেরিয়া দেখা দিয়েছে। ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে তরমুজ গাছের পাতা ঢলে পড়ছে, গাছের গোড়া ফেটে কস বের হয়ে গাছ মরে যেতে শুরু করেছে। তরমুজের ফুল-ফল হওয়ার আগে ও পরে এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন তরমুজ চাষিরা।ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে তরমুজ গাছের পাতা হলুদ ও সবুজের মিশ্র রঙ ধারণ করে গাছ মরে যেতে শুরু করেছে।
কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, ধোনাইন্দার বিলে প্রায় ৬০ একর জমিতে তরমুজের চাষ হয়েছে।
আঠারগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধোনাইন্দার বিলের তরমুজ চাষী মো. হানিফ মিয়া বলেন, ‘আমি ২ বিঘা জমিতে এ বছর তরমুজ লাগিয়েছিলাম। এতে খরচ হয়েছিল প্রায় ১ লাখ টাকা। হঠাৎ করেই ব্যাকটেরিয়া আক্রমণ শুরু হয়। তিন দিনের মাথায় ক্ষেতে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। এখন যে অবস্থা, তাতে এক টাকার ফসলও ঘরে যাবে না।’
আরেক তরমুজ চাষি রবি বলেন, তার ক্ষেতেও ব্যাকটেরিয়া দেখা দিয়েছে ৩ একরেরর তরমুঝ ক্ষেতে প্রায় শেষ। কৃষি অফিসের পরামর্শ নিয়েও কাজ হচ্ছে না। ফল বড় হওয়ার আগেই ক্ষতির মুখে পড়তে হবে তরমুজ চাষিদের।
খোজ নিয়ে জানা গেছে , ধোনাইন্দার বিলে ৬০ একর জমিতে ২৪/২৫ জন কৃষক তরমুজ চাষ করছেন। তাদের প্রতেকের ক্ষেতের গাছগুলো মরে যাচ্ছে। তরমুজ চাষিরা অসহায় হয়ে পড়ছে।
এ প্রসঙ্গে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিএম রেজাউল করিম জানান, একই জমিতে একাধিকবার তরমুজ চাষ করায় ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে। কৃষকদের ছত্রাকনাশক মাটি শোধনের ওষধ প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।
এমইউআর