ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বণভোজনে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

বণভোজনে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় আনন্দ ভ্রমনে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র সূর্য ঘোষের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় লালদিয়া চর এলাকায় জেলেদের জালে তার মৃতদেহ উঠে আসে। জেলেরা মৃতদেহ তীরে নিয়ে পুলিশকে খবর দেয়। পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া এলাকায় বনভোজনে এসে সূর্য ঘোষ (১৩) নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়। ওই দিন দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূর্য বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং বরগুনা সদরে ৯ নম্বর ওয়ার্ড কলেজ সড়ক এলাকার পিযুষ ঘোষের ছেলে।

সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক প্রতাপ চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাৎসরিক বনভোজনে ৬৫ সদস্যের একটি দল লঞ্চযোগে বরগুনা থেকে পাথরঘাটার হরিনঘাটা ইকোপার্ক সংলগ্ন লালদিয়া এলাকায় একটি তীরে অবস্থান নেয়।

দুপুরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে সবাই। গোসল শেষে অন্যরা ফিরে এলেও সূর্য অনুপস্থিত ছিলো। সকলে খোঁজাখুঁজি শুরু করে। তাকে না পেয়ে পাথরঘাটা থানায় মৌখিকভাবে বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আবু জাফর বলেন, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে ছুটে যাই। শুক্রবার সকালে ওই লালদিয়ার চরেই নিখোঁজ স্কুলছাত্র সূর্য ঘোষ এর মৃতদেহ জেলেদের জালে পাওয়া যায়।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেদের জালে লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল পুলিশ কোস্টগার্ড পরিদর্শন করেছে। পুলিশ স্থানীয়দের বক্তব্য এবং মৃতদেহের সুরতহাল করছে। এরপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন