আমতলীতে জাতীর জনকের উপর রচিত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত
.jpeg)
বরগুনার আমতলী সরকারি কলেজের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের উপর রচিত কবিতা, সঙ্গিত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আমতলী সরকারি কলেজ হল রুমে মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজে অধ্যক্ষ হোসেন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম আব্দুল্লাহ বিন রশিদ, বরগুনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম শাহজাহান কবির, সাবেক সহকারী অধ্যপিকা রেহেনা মাহবুব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার একে এম সামস-উদ্দিন সানু , আমতলী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন . আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো, খায়রুল ইসলাম. আশশাকুর ফিরোজ প্রমূখ।
আলোচনা সভা শেষে কবিতা , সঙ্গিত, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুস্কার বিতরন করা হয়।
এমইউআর