মনপুরারয় ইকোলজিক্যাল ফার্মিং বিষয়ক স্ট্যার্ট আপ কর্মশালা অনুষ্ঠিত


ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার উপজেলার দুর্গম চর কলাতলির চরে ইকোলোজিক্যাল ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম মিয়া । বিশেষ অতিথি ছিলেন মনপুরা উপজেলাা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর।
আরো বক্তব্য রাখেন পেইজ প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ আনিসুর রহমান টিপু। কর্মশালা শেষে ১২৫ জন কৃষকের মাঝে জৈবসার, ঔষধ তৈরীর ও প্রয়েগের সরঞ্জাম ও শবজি বিজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরন করা হয়।
এমইউআর
