ভোলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ভোলায় ভোক্তা অধিকার দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক মোঃ রাজিব আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্বাস উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর ভোলা এর সহকারী পরিচালক মাহামুদুল হাসান, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভোলা জেলার সভাপতি মোবাশ্বিরুল উল্লাহ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ সুলাইমান প্রমুখ।
এমইউআর
