ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

অফিসে গেছেন স্ত্রী, পাশের বাসার গৃহবধূকে রুমে ডেকে ধর্ষণ করলেন স্বামী

অফিসে গেছেন স্ত্রী, পাশের বাসার গৃহবধূকে রুমে ডেকে ধর্ষণ করলেন স্বামী
গ্রেপ্তারকৃত ব্যক্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাভারের আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকায় এক গৃহবধূকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ মার্চ) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৪ মার্চ) সকালে ওই এলাকার হাফিজ উদ্দিন সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আশুলিয়া থানায় মামলা দায়ের করলে ওই দিন রাতেই কাঠগড়া বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুরের হাকিমপুর থানার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে আসাদুজ্জামান রকি (২৫)। তিনি ওই এলাকায় স্ত্রীসহ ভাড়া থাকতেন।

জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে কাঠগড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী পোশাক কারখানায় কাজ করেন। আসাদুজ্জামান তাদের পার্শ্ববর্তী কক্ষে স্ত্রী নিয়ে ভাড়া থাকেন। সোমবার (১৪ মার্চ) সকালে প্রতিদিনের মতো ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজে চলে যায়। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে গ্যাসের সিলিন্ডারের সমস্যার কথা বলে ভুক্তভোগী গৃহবধূকে আসাদুজ্জামান তার ঘরে কৌশলে ডেকে নেয়। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রকি।

এদিকে ঘটনাটি ভুক্তভোগী গৃহবধূ পাশের বাসায় তার ভাইকে গিয়ে খুলে বলেন। এ সংবাদ শুনে পোশাক কারখানা থেকে ভুক্তভোগীর স্বামী আসলে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরে রাতে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ