প্রতিবন্ধীদের জন্য শুরু হচ্ছে চাকরি মেলা
তথ্য-প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হচ্ছে চাকরি মেলা। আগামী ২০ মার্চ (রবিবার) রাজধানীর আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরোতে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলার আয়োজন করতে যাচ্ছে। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিস-অ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিও বিষয়ক ব্যুরো এবং বিসিসির ‘তথ্য-প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের সহযোগিতায় এবারের মেলা অনুষ্ঠিত হবে।
আইসিটি খাতের কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান ও সংগঠন এ মেলায় অংশ নেবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের একটি অংশ মেলা থেকেই চাকরি পাবেন। চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা মোতাবেক চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরে তাদের প্রতিষ্ঠানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে তাদের চাকরি দিয়ে থাকে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম এবং সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম উপস্থিত থাকবেন।
এমইউআর