ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চাইলেন আতিক

ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চাইলেন আতিক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংগঠনের সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থপতি মোবাশ্বের হোসেন। 

ডিএনসিসি মেয়র বলেন, রাস্তা সিটি কর্পোরেশনের কিন্তু ট্রাফিক পুলিশ অন্য ডিপার্টমেন্টের। এই কারণে কোথাও নিয়ন্ত্রণ থাকছে না। ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। মান্ধাতার আমলের ট্রাফিক ব্যবস্থাপনা চলবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান অপু, সাংবাদিক নেতা জাকারিয়া কাজল প্রমুখ


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন