ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

১৮ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার

১৮ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে ১৮ জেলেসহ বাংলাদেশি চারটি নৌকা ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। বুধবার রাত ৭টা পর্যন্ত ধরে নিয়ে যাওয়া নৌকাসহ আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি মিয়ানমার কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে তাদের ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।  

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মো. জসীম, একই এলাকার সাইফুল ইসলাম, মো. ফায়সেল, আবু তাহের, মো. ইসমাইল, মো. ইসহাক, আব্দুর রহমান, নুর কালাম, মো. হোসেন, হাসমত, মো. আকবর, নজীম উল্লাহ, রফিক, সাব্বির, মো. হেলাল, রেজাউল করিম, রমজান, জামাল।

বিষয়টি নিশ্চত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, 'সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলারে উদ্ধারকাজে অংশ নেন এসব জেলে। এ সময় তারা কিছু কাঠও উদ্ধার করেন। পরে জেলেরা ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিজিপির হাতে আটক জেলে হেলালের ভাই মো. আয়াছ জানান, মাছ শিকার শেষে ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিজিপি। এর মধ্য তার আপন ভাই হেলালও রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য মতে, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মো. জসিম, নুর কালাম, মো. ইসলাম ও নুর কালামের মালিকাধীন চারটি নৌকায় ১৮ মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে ফেরার পথে একই দিন মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়ার এলাকায় কাঠবোঝাই ট্রলারটি দেখতে পান। এ সময় জেলারা ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার কাজে অংশ নেন। পরে তারা ফিরে আসার সময় মিয়ানমার বিজিপি স্পিড বোটে এসে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘নৌকাসহ ১৮ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ অবহিত করেনি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। ’

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‌জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর জেনেছি। তাদের ছাড়িয়ে আনতে মিয়ানমার বিজিপিকে পত্র প্রেরণ করা হয়েছে। পরবর্তী আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান আশা করছি। '

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ