ভোলায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, কোরআন খতন, দোয়া ও মুনাজাত,আলোচনা সভার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
এসময় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সহ সরকারি ও আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারিরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন কতৃক কুরআন খতম ও দোয়া মুনাজাত,ও আলোচনা সভা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যলায়ে শিশুদের চিত্রাঙ্গন,রচনা,কবিতা ও দেশাত্বাবোধক গানের আয়োজন করা হয়।
এইচকেআর
