ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছকিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলের দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে বসতঘরের টিভির সংযোগ সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছকিনা। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন