ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

কুষ্টিয়া মহিলা ফুটবল দল মাগুরা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন

কুষ্টিয়া মহিলা ফুটবল দল মাগুরা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেএফএ অনূর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ খেলা বৃহস্পতিবার (১৭ মার্চ)  বিকালে কুষ্টিয়ার সুগার মিল  স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি অংশ গ্রহণ করে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ ( অনূর্ধ্ব ১৪) ও মাগুরা জেলা মহিলা ফুটবল একাদশ (অনূর্ধ্ব ১৪)।

 খেলার নির্ধারিত সময়ের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে কুষ্টিয়া জেলা মাগুরা জেলাকে ১ গোল দিয়ে ফাইনাল খেলায় বিজয় হন।

এ সময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  এ্যাড. অনুপ কুমার নন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, আওয়ামী লীগ নেতা মোমিজ ও জগতি কেএসএম স্কুলের সভাপতি আব্দুল খালেক। সভাপতিত্ব করেন কুষ্টিয়া  জেলা  ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাভলু। সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদাত উল আনাম পলাশ। উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শকের  উপস্থিতিতে প্রানবন্ত খেলা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবলারদের অভূতপূর্ব খেলায় মুগ্ধ হয়ে এম এস দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর এম এ খালেকুল তাদের ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। কুষ্টিয়া মহিলা ফুটবল টিমের কোস আনিসুর রহমান আনিস ও টিম ম্যানেজার আফরোজা আক্তার ডিউ খেলোয়াড়দের রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ ( অনূর্ধ্ব ১৪) ফাইনাল খেলায় বিজয়ী হওয়ার পরে খেলোয়াড়রা গানের সাথে সাথে নেচে উল্লাস প্রকাশ করেন এবং খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার ঘোষণা করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ