ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জে টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন পবিত্র রমজানে বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে চিনি, সোয়াবিন তেল, মসুর ডাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

এতে করে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আজ রোববার সকাল সোয়া ৯ টায় জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভর্তুকী মূল্যে নিন্ম আয়ের মানুষের মাঝে এসব পণ্য সামগ্রী বিক্রী কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার প্রতীক। তিনি সবসময় মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে সদা সচেষ্ট। রমজান মাসসহ বছরের অন্যান্য সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সরকার ভূর্তকি দিয়ে এসব পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। যাতে ভোক্তাদের বাড়তি খরচ গুনতে না হয়। টিসিবি’র ডিলারের মাধ্যমে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা ও মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা দরে বিক্রয় করা শুরু হয়েছে। ছুটি ব্যতীত প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে এসব পণ্য বিক্রি অব্যাহত রাখা হবে। অপরদিকে, টিসিবির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিক্রি শুরু হওয়ায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন। তোহরুল ইসলাম জানান, সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এতে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল হক, জেলা পরিষদের সচিব মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান প্রমূখ।

টিসিবি’র ডিলারের মাধ্যমে ২ কেজি চিনি ১১০ টাকা, সোয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা ও মসুর ডাল ২ কেজি ১৩০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

ফেরদৌস সিহানুক শান্ত /চাঁপাইনবাবগঞ্জ


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ