ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

সুন্দরগঞ্জে টিসিবি পণ্যের বিক্রয় উদ্বোধন

সুন্দরগঞ্জে টিসিবি পণ্যের বিক্রয় উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কার্ডের মাধ্যমে টিসিবি পণ্যের বিক্রয় উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে বিক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, আ’লীগ নেতা এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চল প্রমূখ। জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৩৯ হাজার ৭২ জন কার্ডধারী ভোক্তা পণ্য পাবে। একজন করে ভোক্তা ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল পাবে। সরকার নির্ধারিত মূল্যে একটি প্যাকেজে লাগবে ৪৬০ টাকা।

উপজেলা নিবার্হী অফিসার জানান, উপজেলায় মাত্র ৬ জন ডিলার। সে কারণে প্রতিদিন ৬টি করে ইউনিয়নে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের নির্ধারিত স্থানে পণ্য বিতরণ করবে ডিলারগণ। এ সময় ইউপি চেয়ারম্যান, ট্যাক অফিসার, পুলিশ প্রশাসন, চকিদারগণ উপস্থিত থাকবেন। কার্ডের মাধ্য পণ্য সামগ্রী পেয়ে খুশি অনেকে।


হযরত বেল্লাল/ সুন্দরগঞ্জ


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ