কুষ্টিয়ায় পা পিছলে পড়ে ট্রেনের চিপায় নারীর মৃত্যু!

কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে জয়নব নেছা(সাবেক মেম্বার) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ আপ ট্রেনে পোড়াদহ স্টেশন থেকে ওঠার সময় পা পিছলে জয়নব নেছা (৬০) ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়নব নেছা কুষ্টিয়া জেলার ইবি থানাধীন গোস্বামীদূর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহাম্মদ আলি মনি'র স্ত্রী। ঘটনার বিবরনে জানা যায় নাতির চিকিৎসার জন্য পরিবারের লোকজন সহ কপোতাক্ষ ট্রেন যোগে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠার সময় পা পিছলে এই দুর্ঘটনা ঘটে।
পরবর্তিতে ট্রেন থামিয়ে মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। পরিবারের সদস্যদের আবেদনের কারণে পোড়াদহ রেলওয়ে থানা ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করে। এব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার মামলা নং ৫ ।
মোঃ হাবিবুর রহমান/কুষ্টিয়া
এইচকেআর