ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী দম্পত্তিসহ ১৫ জন গ্রেফতার

বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী দম্পত্তিসহ ১৫ জন গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক অভিযানে ২'শ বিশ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ১৫ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১টায় নৌ পুলিশ ফাড়ী ইনচার্জ আবদুর রব এর নেতৃত্বে এসআই রাকিবুল ইসলাম ও সংগীয় অফিসার ফোর্সসহ মার্কুলী বাজার মশাকলি গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২'শ বিশ গ্রাম গাঁজাসহ মৃত কাশেম সরদারেরর ছেলে মোঃ হাবিবুর রহমান (হবি) ও তার স্ত্রী মিলন বিবিকে
নিজ বাড়ী থেকে  গ্রেফতার করে।

এছাড়াও রবিবার (২০ মার্চ) রাতে এসআই(নিঃ) শামছুল ইসলাম, এসআই মনিরুল হক মুন্সী, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহাসক সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী, কাজী জাহির মিয়ার ছেলে বরকত আলী, লেবু মিয়ার ছেলে মোঃ সাবাজ মিয়া, সরাফত উল্লার ছেলে আইয়ুব মিয়া, মৃত আব্দুল বারিকের ছেলে ফুল মিয়া,  মৃত ফিরোজ উল্লার ছেলে আবুল কালাম, আমিন উল্লাহর ছেলে মাফি উল্লাহ(৩৫), আতিক উল্লাহর ছেলে আঃ জলিল(৫২), মৃত জরিফ উল্লাহর ছেলে শরীফ উল্লাহ(৪০), ইয়াদ আলীর ছেলে নুর আহমদ(৫০)।

মোঃ ফুল মিয়ার স্ত্রী হেনা আক্তার দিনা, আব্দুল ফজল চৌধুরীর স্ত্রী মোছাঃ রাহিয়া বেগম, আব্দুল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া, মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সাফিকুল ইসলাম (জুবেল) গ্রেফতার করা হয়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, থানা এলাকায় চুরি, ডাকাতি, দাঙ্গা, মাদক রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। সকল আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহ সুমন/ বানিয়াচং


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ