শিক্ষাবৃত্তি পেলেন ঢাকা কলেজের ২৫ শিক্ষার্থী

ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের গরিব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ঢাকা কলেজের ৭৭ ব্যাচের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার ( ২২ মার্চ) ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, ‘ঢাকা কলেজের ৭৭ ব্যাচ থেকে শিক্ষাবৃত্তি দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি তোমরা যারা বৃত্তি পেয়েছ তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রাখবে স্বদেশ বিনির্মাণে।
অনুষ্ঠানের সভাপতি ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ৭৭ ব্যাচের পক্ষ থেকে আজকে যে শিক্ষাবৃত্তি দেওয়া হলো তা সত্যি প্রশংসার যোগ্য। আমি আশা করব এই বৃত্তি কার্যক্রমকে বড় আকারে স্থায়ীভাবে জিইয়ে রাখা।
পাঠ, পরিকল্পনা, মূল্যায়ন ও নিবিড় কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঈন। এছাড়ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও বৃত্তি প্রাপ্ত ছাত্ররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা কলেজ ৭৭ ব্যাচ, বাণিজ্য বিভাগ কর্তৃক উচ্চমাধ্যমিকের বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দেওয়া হয়।
এসএম
