ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সাইদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও ৯ বছরের ছেলে সাফিয়ান। তাদের মধ্যে সাইদের অবস্থা সঙ্কটাপন্ন। তার শরীরের ৯৫ ভাগের বেশি পুড়ে গেছে। রেখাও শঙ্কামুক্ত নন। তার পুড়েছে ৩০ ভাগ।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, একটি আবাসিক ভবনের তৃতীয় তলার বাসার রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে বিস্ফোরণে সৃষ্ট আগুন দ্রুত বাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

দগ্ধ সাইদের ভাতিজা মো. রাজিব সাংবাদিকদের জানান, তার চাচা কাপ্তান বাজারে মাংস বিক্রি করেন। তিন তলা বাড়িটি তার নিজের। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। তখনই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন