মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন

মোংলায় দোকানে ইয়াবা রেখে এক তরুন ব্যবসায়ীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাব হল রুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিউলী ইয়াছমীন নামের এক গৃহিনী। এ সময় তিনি ছেলের মুক্তির জন্য আহাজারি ও কান্নায় ভেঙ্গে পড়েন। সংবাদ সম্মেলনে তার পূত্রবধু তাসলিমা বেগম ও ৫ বছর বয়সি নাতনীও উপস্থিত ছিলেন।
ন্যায় বিচারের দাবি নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলী ইয়াছমীন বলেন- চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে গত মঙ্গলবার ধার দেনা করে প্রায় ৪ লাখ টাকা মূল্যে ব্যবসার মালামাল দোকানে ওাঠানো হয়। এদিন বিকালে দোকানে মিলাদ ও দোয়ার আয়োজন করার কথা ছিল। কিন্তু সকাল ১১ টার দিকে মালামাল গোছানো ও
মিলাদের জন্য প্রস্তুতি নিতে আমার ছেলে আব্দুল আলীম ব্যস্ত থাকার সুবাদে স্থানীয় যুবক ফরিদ দোকানের ভেতরে প্রবেশ করে। ওই যুবক দোকানের ভেতরে একটি কৌটা নিয়ে নাড়াচাড়া করতে থাকলে আমার ছেলের নজরে পড়ে এবং তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে সে দ্রুত চলে যায়। বহিরাগত ওই যুবকটি দোকান ত্যাগ করতে না করতেই সাদা পোশাকদারী ৫/৬ জন অপরিচিত লোক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচয় দোকানে থাকা মালামালের ভেতরে তল্লাশী শুরু করে। এক পর্যায় যুবক ফরিদের নাড়াচাড়া করা সেই কৌটা তুলে তাতে মাদক(ইয়াবা) রয়েছে বলে আমার ছেলেকে হ্যান্ডকাপ লাগিয়ে চড়থাপ্পর মারতে থাকে। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে গৃহিনী শিউলী ইয়াছমীন আরও বলেন, বন্দর বিপনী মার্কেটের একটি দোকান কক্ষ ব্যবহার করে শ্রাবন নামের এক যুবক
দীর্ঘদিন নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসীয়/ সেবনকারী এবং অপরাধী চক্রের তৎপরতা তার সম্পৃক্ততা রয়েছে। তার অপকর্ম ও অপতৎপরতার প্রতিবাদ করতে গিয়ে আমি ও আমার পরিবার রোশানাল সহ ইতিমধ্যে কয়েক দফায় হামলার শিকার হয়েছি। তিনি অভিযোগ করেন, শ্রাবন নামের ওই যুবক বিভিন্ন সময় লোক ব্যবহার করে অণ্যকে জব্ধ করতে বন্দর কর্তৃপক্ষ সহ নানা দপ্তরে কাল্পনিক অভিযোগ দায়ের সহ হয়রানী করে থাকে।
এদিকে প্রশাসনের কর্তা-ব্যক্তিদের নজর এবং সুষ্ঠু তদন্তে মিথ্য ও হয়রানীমূলক মাদক মামলা হতে পরিত্রান পাবে তার অসহায় পরিবার সংবাদ সম্মেলনে এমটা প্রত্যাশা করেন শিউলী ইয়াছমীন ।
এইচকেআর