ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক‌টি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। খবর পে‌য়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় লিংক রোড-সংলগ্ন সাতজনের মালিকানাধীন গোডাউনে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ক্ষতিগ্রস্ত দুলু মিয়া জানান, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সাতজন এ গোডাউনে গার্মেন্টের ঝুট রেখে ব্যবসা করি। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় লিংক রোডের উভয় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়। ফলে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন