ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা 
  • ভোলায় ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

    ভোলায় ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকালে শহরের উকিল পাড়াস্থ গোরস্থান মাদ্রাসার মাঠে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে "মহান স্বাধিনতা- আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক আলোচনা সভা ও তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি এইচ এম ইব্রাহিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মুহাম্মদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান,  সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মমিন।

    এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ আদনান, ছাত্রনেতা কামরুল ইসলাম শাবিব, জেলা যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলামসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

    সম্মেলনে বক্তরা বলেন, যুব সমাজের কর্মসংস্থান ব্যবস্থার ব্যাপারে সরকারের তেমন কোন পদক্ষেপ নেই। বেকারত্বে এই কঠিন মুহূর্তে যুব সমাজকে মাতাল করতে সরকার মদের বৈধতা দিতে দিতে চাচ্ছে যা দেশের যুব সমাজকে নিয়ে কঠিন ষড়যন্ত্রের নামান্তর। আমরা দেশের সচেতন নাগরিক হিসেবে  মাদকের বৈধতার পক্ষ নিতে পারিনা। এমন কি এই আত্নঘাতি আইন যাতে পাস করতে না পারে সেই জন্য দেশের  সচেতন যুব সমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। তিনি আরো বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সরকার নীতি-নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থায় পরিণত করেছে ফলে ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত হতে দেখা যায় প্রায়। এই নৈতিকতাহীন শিক্ষা নিয়ে একজন গ্র্যাজুয়েট মানুষের কল্যাণের চিন্তা করতে পারে না। সুতরাং শিক্ষার সকল স্তরে  ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

    শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, মদের লাইসেন্স বাতিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ শে মার্চ জাতীয় মহাসমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ