মনপুরায় নানান আয়োজনে স্বাধীনতা দিবস পালিত


ভোলার মনপুরায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, পতাকা সমাবেশ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ।
শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা ডিগ্রী কলেজের মাঠে উপজেলা প্রশাসন ও দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগ এই কমসূচী পালন করে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, আ’লীগ সাংগঠনিক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ অন্যান্যরা।
এইচকেআর
