ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

ধুনটে বণার্ঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ধুনটে বণার্ঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বগুড়ার ধুনটে বণার্ঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের  সাংসদ বীর মুক্তিযোদ্ধা  হাবিবর রহমান।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর আমন্ত্রনে দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর জিয়ারত, ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, এছাড়াও উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করেন।

এছাড়াও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করেন। বিকেলে ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ৯৬ হাজার ইলেকট্রনিক বাতি দিয়ে ১৫৬ ফিট দৈর্ঘ্য ও ৯৬ ফিট প্রস্থের জাতীয় পতাকার শুভ উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান মালার সমাপ্তি হয়।


আনোয়ার হোসেন/ ধুনট বগুড়া

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ