ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সদরঘাটে আটকে থাকা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, লঞ্চের দ্বিতীয় তলায় ভিআইপি একটি কেবিন থেকে আগুনের সূত্রপাত। পরবর্তী সময়ে তা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে যায়। এসময় বিভিন্ন রুমের বিছানাপত্রস বিভিন্ন জিনিস পুড়ে যায়। আগুন এক পর্যায়ে ইঞ্জিন রুমে ছড়িয়ে পড়ে।’ রাতে বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চটি ঢাকা সদরঘাট এর ৫ নম্বর পল্টুনে রাখা ছিল। সকালে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বরিশাল থেকে ঢাকার সদরঘাটে এসে পৌঁছায়। সব যাত্রী নেমে যাওয়ায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

লঞ্চ কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার পর আগুন নেভানোর জন্য প্রাথমিকভাবে নিজেরাই চেষ্টা চালিয়েছে। কিন্তু নেভানোর সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। বিআইডব্লিটিএ ও পুলিশ সদস্যরা বলছে, এ আগুন লাগার পেছনে কোনও নাশকতার উদ্দেশ্য রয়েছে কি-না এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন