ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

টিপু হত্যা : শুটার মাসুম গ্রাফিক্স ডিজাইনার, বাবা স্কুল শিক্ষক

টিপু হত্যা : শুটার মাসুম গ্রাফিক্স ডিজাইনার, বাবা স্কুল শিক্ষক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থী খুনের শুটার মাসুম ওরফে আকাশ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। 


এছাড়া তার বাবা একজন স্কুল শিক্ষক বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। 


রোববার (২৭ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। একেএম হাফিজ বলেন, ঘটনার দিন মাসুম গোপনে সংবাদ পায় মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন কাঁচা বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা টিপু রেস্টুরেন্টে আছে। 


এরপর মাসুম আসে এবং গুলি করার প্রস্তুতি নেয়। কিন্তু টিপু অনেক লোকজনের মধ্যে থাকায় গুলি করতে না পেরে গাড়ি অনুসরণ করতে থাকে। গাড়িটি শাজাহানপুর লাইনের আগে আমতলা রাস্তায় যানজটে আটকা পড়লে মাসুম টিপুকে লক্ষ্য করে উপর্যপুরি গুলি করে পালিয়ে যায়। সঙ্গে তার দুই বন্ধু ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 


কলেজছাত্রী সমিয়া আফরান প্রীতিকে কেন হত্যা করা হলো, এ বিষয়ে হাফিজ আক্তার বলেন, পিস্তলের ট্রিগারে চাপ দেয়া ছিল। যে কয়টা গুলি ছিল তার সবই বের হয়ে যায়। মূলত এ কারণেই প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কিন্তু প্রীতিকে হত্যা করার কোন উদ্দেশ্য তার ছিল না।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন