ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

থানায় থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার

থানায় থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জামালপুরের ৭টি থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি করে চেয়ার সংরক্ষিত রাখা হয়েছে। ২৭ মার্চ রাত থেকে জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদের নির্দেশনায় এসব চেয়ার রাখা হয়।


প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঠিক পাশেই এসব চেয়ার রাখা হয়েছে। থানায় সেবা নিতে আসা মুক্তিযোদ্ধারা এসব চেয়ার ব্যবহার করবেন। তবে একাধিক মুক্তিযোদ্ধা গেলে সিনিয়র হিসেবে এ চেয়ার ব্যবহারের সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধারা ব্যতিত এই চেয়ারে কেউ বসতে পারবেন না।

জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদ জানান, স্বাধীনতার এই মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধার স্থান থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে তারা যুদ্ধ করে এই দেশের মাটি ও স্বাধীন করেছেন। তাদের জন্য আজ আমরা বড় বড় পদে চাকরি করছি।  
এছাড়া মুক্তিযোদ্ধাদের যে কোনো সমস্যা সমধানে সর্বেচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে সমধানের জন্য স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ