চরফ্যাসনে জিন্নাগড়ে জেলেদের মাঝে চাল বিতরণ


চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে বুধবার সকালে জাটকা আহরণে বিরত থাকা প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ( মৎস্য ভিজিএফ) চাল জেলেদের মাঝে বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়া। এ সময় ট্যাগ অফিসারও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সচিব বশির উল্লাহ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগী জেলেরা বলেন আমরা ফেব্রুয়ারী এবং মার্চ মাসের মৎস্য ভিজি এফ এর চাল পেয়ে সংসারের কিছুটা ঝামেলা মুক্ত হয়েছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যপী জাটকা আহরণ,মজুদ,বাজারজাত করণ, ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পুর্ন নিষিদ্ধ থাকে। এর মধ্যে ফেব্রুয়ারী থেকে মে পর্যন্ত ৪ মাস জাটকা আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সরকার মানবিক সহায়তা প্রদান করে থাকে।
এইচকেআর
