বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত


ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম (৬৪) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে ভোলা-আঞ্চলিক মহাসড়কের আবুল মিয়ার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সুত্র জানায়, ভোলা থেকে চরফ্যাশগামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের গিয়ে ছিটকে পড়ে। এ সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা খোরশেদ আলম নামের এক পথচারীকে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন,পুলিশ দুর্ঘটনার কারন অনুসন্ধান করছে।
এইচকেআর
