জোড়া খুনের মামলায় বড় ভাইসহ ২ জনের ফাঁসি

ভোলায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় বড় ভাই মো. মামুনুর রশিদসহ ২ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
বুধবার দুপুরে ভোলায় আদালত পাড়ায় শতাধিক আইনজীবী ও বাদী বিবাদী পক্ষের স্বজনসহ উৎসুক জনতার উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. ফিরোজ পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভোলা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা স্যারের মৃত্যুর পর পৈত্রিক জমি জমার বিরোধকে কেন্দ্র করে মামুন এবং তার ছোট ভাই মাসুমের বিরোধ বাধে। ওই বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৩ মে রাত সাড়ে ১১টায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে বড় ভাই মামুন, মো. ফিরোজ, শরীফের নেতৃত্বে হামলা ও কুপিয়ে জখম করে মামুনের ছোট ভাই মাসুম ও মাসুমের শ্যালক জাহিদকে হত্যা করা হয়। এ মামলায় এই তিনজন ছাড়াও আসামি ছিল মামুনের ছেলে আরিফ ও স্ত্রী খালেদা আক্তার রেহানা।
২৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিকে আসামি মামুন ও মো. ফিরোজকে ঝুলিয়ে মৃত্যদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং বয়স কম হওয়ায় মামুনের ছেলে মো. শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়। অপর আসামি আরিফ ও রেহানাকে বেকসুর খালাশ দেন আদালত।
বাদী নিহত জাহিদের পিতা মোস্তাফিজুর রহমান, পলাতক আসামি ফিরোজকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভু মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন। অপরপক্ষে আসামিপক্ষের আইনজীবী অতিন্দ্র লাল ব্যানার্জি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানান।
এসএম
