ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের কাপড় ব্যবসায়ী মো. টুটুল হত্যা মামলায় শাহ পরাণ, সাজ্জাদ বাঘা ও জাহাঙ্গীর আলম নামে ৩ আসামির আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়াকৈরের বক্তারপুর এলাকার মো. নুরুল আমীনের ছেলে মো. সাজ্জাদ বাঘা, চাবাগান এলাকার মঙ্গল আলীর ছেলে মো. শাহ পরান ও ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে কালিয়াকৈর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে মো. টুটুলকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। পরদিন নিহতের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ১৮ এপ্রিল পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার বিকেলে আদালত ওই তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করেন। মামলায় অপর দুই আসামি ইমরান ও সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন