ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে : মেয়র আতিকুল

সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে : মেয়র আতিকুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে।ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। শিক্ষা-দীক্ষা-খেলাধুলা এ তিনের সমন্বয়ে একজন সুনাগরিক হতে হবে।

শুক্রবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর মাঠে কল্যাণ সমিতি আয়োজিত পাড়া মেলা উৎসবে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এখন ছেলেমেয়েরা বাইরে বের হতে চায় না। সবাই ঘরে বসে মোবাইল ফোনে গেমস খেলে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় করে। এতে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় সামাজিক উৎসব আয়োজন করলে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।

তিনি বলেন, একটা সময় মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় জারিগান, সারিগান ও পালাগান হতো যেগুলো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। সবাই এখন মোবাইল জগতে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা চাই সবাই বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণ করবে। আমাদের ঘর থেকে বের হয়ে মাঠে যেতে হবে।

নগরবাসীকে আসন্ন রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, রমজান মাসে আমরা সবাই ইবাদত করব এবং সেইসঙ্গে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।

মেলায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ছিল পুঁথিপাঠ, নৃত্য, সংগীত পরিবেশন, নাটিকাসহ নানা আয়োজন। মেয়র অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরে, গান গেয়ে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

মেলায় মেয়রের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদিসহ তুরস্ক দূতাবাসের প্রতিনিধিরা।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন