ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী

ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেলের চালক মো. শিপন (২৩)। 

শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার ১৩ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
 
খিলগাঁও থানার এসআই সোনিয়া পারভীন জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন ও শিপন দুজনেই গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ডিউটি অফিসার সোনিয়া পারভীন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন