ভোলায় ইসলামিক কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ


ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসলামিক কমপ্লেক্স এর খেলার মাঠে এ সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠনে জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোঃ ইউনুস এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক -ই- লাহী চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, অধ্যক্ষ ফারুকুর রহমান বিশিষ্ট সমাজ সেবক আসিফ আলতাফ, আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্সে এর প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুছ প্রমুখ।
এইচকেআর
